English
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রকাশঃ ২০২০-০৬-২৯ ০০:০৫:২৩
আপডেটঃ ২০২৪-০৪-২০ ০০:১৬:৪৩


কোভিড-১৯

কোভিড-১৯

ডাঃ সুফিয়া আহমেদ


করোনা - করো করুণা
আর কত দিবে যন্ত্রণা ?
এক পা- যে এগুতে পারছি না

তুমি কী?
তোমাকে তো চোখে দেখতে পাচ্ছে না কেউ,
তুমি কি কোনো পরাশক্তির উত্থান পতনের ইতিহাস তৈরিতে ব্যস্ত কূটনৈতিক অদৃশ্য দূত!!

যেখানে জন্মালে তুমি-সেখানে মৃত্যুর পরোয়ানা সীমিত রেখে-
উড়াল দিলে পৃথিবীর শ্রেষ্ঠ পরাশক্তির দেশে
বহুদূর সাগর পেরিয়ে পুব থেকে পশ্চিমে।
সেখানে কেড়ে নিলে স্বল্পসময়ে লাখো প্রাণ!
তুমি কি আজরাইলের প্রতিভূ;
না স্নায়ুযুদ্ধের প্রতীক ছলনা!

যদিও তুমি স্বল্প সময়ের জন্য পরিচিতি পেলে প্রকৃতির আশীর্বাদ রূপে,
কিন্তু প্রকৃতি তো কাউকে ছাড়ে না, সেওতো প্রতিশোধ নেয়।
কারণ মানুষ আর প্রকৃতি; প্রকৃতি মানুষ একে অন্যের পরিপূরক,
তুমি কি চাও বর্তমান পৃথিবীকে বদলে দিয়ে নতুন এক পৃথিবী গড়তে?
যেখানে সভ্যতা উৎকর্ষ বিজ্ঞানের কোনো ছোঁয়া থাকবে না।
বর্বরতা, হিংস্রতা, হানাহানি -আর থাকবে শুধু প্রাণহানি?
না- না- না- তা তুমি করতে পারো না।

মানব জাতি কালজয়ী-
সত্য একদিন উদ্ঘাটন হবে
পাবো তোমার সত্য জন্মকথা
পূব থেকে লাফিয়ে বিশাল বিশাল সমুদ্র পাড়ি দিয়ে
তোমার আগ্রাসী আক্রমণের সত্য তথ্য।
যেখানে হাজার থেকে লাফিয়ে স্বল্প সময়ে কেড়ে নিলে লাখো লাখো প্রাণ;
ছড়িয়ে পড়লে, আশ্রয় নিলে লাখো লাখো দেহে চিরস্থায়ীভাবে।
সভ্য মানুষ গুলোকে দুর্বল করে রাখতে মনের দিক থেকে।
ফন্দিটা তোমার মন্দ নয়!

তবে জেনো কালজয়ী মানুষ তোমাকে জয় করবেই
হেরে যাবে হারিয়ে যাবে পৃথিবী থেকে চিরতরে
যতই WHO এর প্রধান ভয় দেখাক
সে নিজেও তো এক মানবসন্তান
সে তো মরণজয়ী মানুষ নয়
প্রত্যেক প্রাণীই মরণশীল
কিন্তু তোমার কামড়ে এই করুণ মৃত্যু কেউ চায় না
তুমি হারবে; তুমি পরাজিত হবে
তোমাকে একদিন এই সুন্দর পৃথিবী থেকে
চিরবিদায় নিতে হবে।
হবে-হবে-হবে!
সভ্যতা বিজ্ঞানের জয় একদিন না একদিন হবেই।



লেখক পরিচিতি: দেশের অন্যতম পথিকৃৎ নারী সিভিল সার্জননীলফামারী জেলায় কর্মরত ছিলেন। বর্তমানে অবসরপ্রাপ্ত।




ছবিটি এঁকেছে:
ইপ্সিতা রহমান অর্চি
শিক্ষার্থী, চতুর্থ শ্রেণী 
মাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
দিনাজপুর

 

 


ক্যাটেগরিঃ লেখালেখি,