English
ঢাকা, সোমবার, ৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

প্রকাশঃ ২০২০-০৬-২৯ ০৬:৪৬:৩৬
আপডেটঃ ২০২৪-১১-০৪ ১৩:৪১:৩৫


কোয়ারেন্টিন জীবনযাপন

কোয়ারেন্টিন জীবনযাপন

যারিন মালিয়াত অদ্রিতা

 

প্রাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্কে বিশ্বব্যাপী যখন লকডাউন জারি হয়েছে,আমাদের দেশেও ভিন্ন নয়আমার কোয়ারেন্টিন জীবনযাপন শুরু হয়েছে ২২ই মার্চ হতেকোয়ারেন্টিনের অভিজ্ঞতা আমার জীবনে একটি নতুন সংযোজনএতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি

দুর্যোগের লম্বা ছুটিতে সরকারি নির্দেশনানুযায়ী বাড়িতে পরিবারের সাথে সময় পার করছিকরোনা পরিস্থিতিতে আমার নিত্যদিনের কর্মকাণ্ড বদলে গেছেঅধুনা মুভি-সিরিজ দেখে,লুডো খেলে সময় কাটছেবিকেলে ছাদে গেলে চোখে পড়ে আকাশে রঙ বেরঙের ঘুড়ি উড়ছেআবার কেউ অন্যের ঘুড়ি কাটার প্রতিযোগিতায় অতিশয় মেতে উঠেছেউপরন্তু জ্ঞানের পরিধি প্রসার করছিঅনলাইন সংগঠনের ফ্রি কোর্সে তালিকাভুক্ত করেছি, করোনা প্রাণহানির নিউজ রিপোর্ট পড়ছিতাছাড়া করোনাকালে ঘরবন্দি দশাতে ভাইয়ের কাছে গিটার শিখছি নাচ,গানের অনুশীলন  করছি


মহামারীর আগে ব্যস্ততার ফলে প্রতিনিয়ত এগুলোর চর্চা করা হতো না ক্রান্তিলগ্নে এভাবে গঠনমূলক কাজে নিজেকে নিয়োগ করে একঘেয়েমি দূর করার প্রয়াস করেছিএছাড়া কতিপয় বিদেশি ঐতিহ্যগত মুখরোচক সুস্বাদু কুইজিন তৈরি করে বাসায় রেঁস্তোরার স্বাদ গ্রহণ করছিতবে লকডাউনে আমার ঘুমের শিডিউলে খানিকটা পরিবর্তন এসেছেমিস করছি ভ্রমণ এবং ইউনিভার্সিটি যেয়ে ক্লাস করা পক্ষান্তরে অনাকাঙ্ক্ষিত বন্দিদশার ফলে পরিবারের সাথে সময় কাটার সুযোগ আরও বেড়ে গিয়েছে যার কারণে মন প্রফুল্ল রাখতে পারছি

আমরা প্রিভিলেজড অনুভব করছি যে করোনা সংকটে মৌলিক প্রয়োজনীয় দ্রব্যাদি নিশ্চিত রয়েছেবিচ্ছিন্নতার সময়টিতে সমস্ত প্রস্তাবিত সতর্কতা অবলম্বনের সাথে সামাজিক দূরত্ব বজায় রাখছিঅনির্দিষ্টকালের ছুটিতে আমি উপলব্ধি করেছি প্রকৃতির প্রতি আমাদের অবহেলা-অযত্ন,পরিবেশের সাসটেইনেবিলিটির গুরুত্ব করোনাকালীন একাধিক নিয়ন্ত্রণ থাকলেও নিরোধ নেই আমার আগ্রহ, উদ্দীপনা,কর্মপ্রেরণারঅপ্রত্যাশিত দীর্ঘ ছুটিতে অনুধাবন করেছি আমি স্বজনদের সঙ্গে সময় কাটাতে বেশি ভালোবাসি

 


 


ক্যাটেগরিঃ জীবনধারা,


যারিন মালিয়াত অদ্রিতা

প্রবাসী শিক্ষার্থী, থমসন রিভার ইউনিভার্সিটি, বৃটিশ কলাম্বিয়া, কানাডা



বৈশাখে ইলিশ নয়

বৈশাখে ইলিশ নয়

উৎপাদিত মাছের প্রায় ১২ শতাংশ আ.. বিস্তারিত

সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবি

সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবি

বাতিলযোগ্য সাইবার নিরাপত্তা আই.. বিস্তারিত

সাকিব: বিতর্ক যার সঙ্গী

সাকিব: বিতর্ক যার সঙ্গী

বাংলাদেশ তখনো বিশ্ব ক্রিকেট অঙ.. বিস্তারিত

আরো পড়ুন