English
ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশঃ ২০২১-১০-০১ ১৬:০২:৩৯
আপডেটঃ ২০২৬-০১-১৬ ০৬:০০:০২


তোমার আলোয়

তোমার আলোয়


ফিনিক্স মহীউদ্দিন

তোমার আলোয়

             হাসছে ভূবন,

ভাসছে হৃদয়

             দুলছে স্বপন

 

তোমার বলায়

             জাগছে জীবন,

বাড়ছে আলয়

             হচ্ছে মিলন

 

তোমার ছোঁয়ায়

             সাজছে কানন,

নাচছে সময়

             ফুটছে রঙণ

 

তোমার চলায়

             ছুটছে পবন,

জ্বলছে তারা'

             চলছে বাহন

 

তোমার চাওয়ায়

             উড়ছে নিশান,

আসছে বিজয়

             গড়ছে মনন

 

 


ক্যাটেগরিঃ লেখালেখি,