English
ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

প্রকাশঃ ২০২২-০৭-১৯ ১৩:৫৬:১১
আপডেটঃ ২০২৫-০৫-০৯ ২২:১০:৩৮


এখানেই মিলন

এখানেই মিলন

শাহ্পার খালীদ মহীউদ্দিন 

 

তোমার চাঁদ 

আমার সূর্য,

আমার চাঁদ

তোমার সূর্য 

পারে না ছুঁতে দুহাত বাড়ালে

 

তোমার রাত্রি

আমার দিন,

আমার রাত্রি

তোমার দিন

দুজনই রয় চিরকাল আঁড়ালে

 

তোমার নীরবতা

আমার মমতা,

আমার নীরবতা

তোমার মমতা

বলে যায় কথা কিছুই না জানালে

 

তোমার আনন্দ 

আমার বেদনা,

আমার আনন্দ

তোমার বেদনা

হাসে কাঁদে যেন একই সুরে আর তালে!

 

//২০২২


ক্যাটেগরিঃ লেখালেখি,