English
ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

প্রকাশঃ ২০২১-০২-০২ ০৩:৩৫:২৬
আপডেটঃ ২০২৫-০৫-০৯ ১১:১২:৩০


দুবাইয়ে প্রবাসীদের বিনিয়োগের সুযোগ দিচ্ছে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড

দুবাইয়ে প্রবাসীদের বিনিয়োগের সুযোগ দিচ্ছে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড


দেশের একটি গুরুত্বপূর্ণ এবং বিনিয়োগকারীদের আস্থাভাজন ব্রোকার হাউস ইউসিবি স্টক ব্রোকরেজ লিমিটেড যা এর আগে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড নামে পরিচিত ছিল ইউসিবি স্টক ব্রোকরেজ দেশের গণ্ডি পেরিয়ে তার সেবাদানের পরিধি বাড়াচ্ছে আরব আমিরাতের দুবাইয়ে মধ্যপ্রাচ্যের যে অঞ্চলটিতে অসংখ্য বাংলাদেশি বসবাস করেন

প্রবাসীদের জন্য দুবাই একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র সেখানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উদ্যোগে এবং ইউসিবি স্টক ব্রোকরেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আগামী থেকে ১২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে দি রাইজ অফ বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অফ বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট শিরোনামে একটি বিনিয়োগ উদ্যোগ গ্রহণ করা হয়েছে দুবাইয়ের পার্ক হায়াতে এটি অনুষ্ঠিত হবে


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড স্টক এক্সচেঞ্জ 

কমিশনের চেয়ারম্যান 

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম


বাংলাদেশে বিনিয়োগের অফুরন্ত সম্ভাবনা সবার সামনে তুলে ধরতে এই আয়োজনে ইনভেস্টমেন্ট সামিট, একাধিক সেমিনার এবং ইউসিবি স্টক ব্রোকরেজের একটি বুথ খোলা হবে প্রবাসীরা এই বুথে সরাসরি দুবাই থেকেই বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগের সুযোগ পাবেন



এই উদ্যোগ সম্পর্কে যোগাযোগ করা হলে ইউসিবি স্টক ব্রোকরেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মোহাম্মদ রহমত পাশা বিপরীত স্রোতকে জানান, 'মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক প্রবাসী বসবাস করেন তারা নানা ভাবে দেশে বিনিয়োগের চেষ্টা করেন কিন্তু তারা যা বিনিয়োগ করেন তাতে রিটার্নের পরিমাণ যথাযথ নয় বিশেষ করে করোনাকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে তাদের রিটার্ন অনেক কমে গিয়েছে এখন তারা ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে লাভবান হওয়ার সুযোগ পাবেন একই সঙ্গে দেশের অর্থবাজারেও এর ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে যা সার্বিক ভাবে বাংলাদেশের অর্থনীতিকে আরো এগিয়ে নিয়ে যাবে'


ইউসিবি স্টক ব্রোকরেজ লিমিটেডের 

ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও 

মোহাম্মদ রহমত পাশা

 

১২ ফেব্রুয়ারি ইউসিবি স্টক ব্রোকরেজ লিমিটেডের বুথটি খোলা হবে পুরো উদ্যোগকে গতিশীল করা এবং বিদেশে বাংলাদেশের ব্রোকার হাউজ খোলার সাহসী সিদ্ধান্ত নেয়ার মোহাম্মদ রহমত পাশা কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড স্টক এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং এর সঙ্গে জড়িত নতুন কার্যকর নেতৃত্বের প্রতি 


বিপরীত স্রোত ডেস্ক

 

 

 


ক্যাটেগরিঃ অর্থনীতি,


আরো পড়ুন