English
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশঃ ২০২০-০৮-২৩ ০১:২১:০২
আপডেটঃ ২০২৪-০৪-১৮ ০০:১৮:৪১


বৃষ্টিময় কিছু কথা

বৃষ্টিময় কিছু কথা

লেখা ও ছবি: সুমাইয়া নওশিন

 

একবার ভাবুন তো, কেমন হতো যদি এই পৃথিবীটা `বৃষ্টিহীন' হতো? গরমের পর একটু প্রাকৃতিক স্বস্তির জন্য থাকতো না কোনো কিছু | থাকতো না বৃষ্টি নিয়ে ভালোবাসা, আবেগ, তো তো গান-কবিতা | থাকতো না বৃষ্টিপাতের মধুর আওয়াজ দেখার মতো কোনো অপরূপ দৃশ্য | বৃষ্টি ছাড়া আমাদের হৃদয় গাছ-পালা হয়ে যেত শুষ্ক | অতএব, বৃষ্টি যে সৃষ্টিকর্তা হতে এক "আশীর্বাদ", তার কোনো সন্দেহ নেই | কোরান রিফের সূরা কাফ ( সূরা  ৫০, আয়াত  ৯) -এ বৃষ্টিকে "কল্যাণকর" বলা হয়েছে কারণ থেকে উদ্যান শস্য সৃষ্টি হয় | তাই, মরুভূমির দেশ সউদি আরবে প্রাকৃকিত ভাবে বৃষ্টি না হলে "সালাতুল ইস্তিসকা" বা বৃষ্টি আসার জন্য মসজিদে মসজিদে বিশেষ নামাজ দোআ পড়ানো হয় |

ব্যক্তিগতভাবে,বর্ষাকাল ও বর্ষা আমার খুব পছন্দ | আমার জন্ম শ্রাবণ অর্থাৎ বর্ষাকালে হওয়ার ফলেই হয়তো বৃষ্টি আমার তো পছন্দ | কারো কারো নির্দিষ্ট কোনো কারণে বৃষ্টি পছন্দ হয়ে থাকে; বৃষ্টির সাথে জড়িয়ে থাকা কোনো মধুর স্মৃতির কারণে | আমার সত্যি বলতে, কোনো কারণ ছাড়াই ছোটবেলা থেকে বৃষ্টি পছন্দ | ছোটবেলায়, বহুবার মায়ের চোখ আড়াল করে মামার সাথে ছাদে যেয়ে বৃষ্টিতে ভিজেছি |


গাড়ির গ্লাসে বৃষ্টিফোটাদের প্রতিযোগিতা দেখতে খুবই মজা লাগতো | বড় হয়েও সুযোগ পেলেই বৃষ্টিতে ভিজি বা কমপক্ষে একটু ছুঁয়ে দেখি জানালা বা বারান্দা থেকে বৃষ্টির ছবি-ভিডিও না তুললে মনে শান্তি লাগে না; এখনো বৃষ্টি ফোটাদের প্রতিযোগিতাটা মজা পাইও ক্যামেরা বন্দি করে রাখি | বৃষ্টি চলাকালীন হাতে এক কাপ চা, কানে হেডফোন, বৃষ্টি নিয়ে কোনো গান শোনা এক অসাধারণ অনুভূতি | বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে থাকতে হারিয়ে যাই প্রকৃতির মাঝে; ভাবতে থাকি খুশির মুহূর্তগুলোর কথা| সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এই সুন্দর আশীর্বাদের জন্য |

সউদি আরব থাকাকালীন খুব বেশি বৃষ্টি পেতাম না; তবে যখন পেতাম, চেষ্টা করতাম প্রাণ ভরে উপভোগ করার | বাংলাদেশে ফিরে এসে আবারো বৃষ্টি পাই; ঘনঘন বৃষ্টির মাঝে পড়ছি গত দুই বছরে | ইউনিভার্সিটি ক্যাম্পাসে থাকার সময়েও কয়েকবার বৃষ্টিতে পড়ি | কফি খেতে খেতে বৃষ্টি দেখা বৃষ্টির মধ্যে হাঁটার এক আলাদা অনুভূতি,তা আমি বুঝেছি যখন একদিন ক্যাম্পাসে বৃষ্টির মাঝে হাঁটতে হাঁটতে হাতে থাকা কফি কাপে কফির ভেতর বৃষ্টির ফোটা পড়ছিল আর আমি সেই কফি খাচ্ছিলাম এটি খুবইস্পেশাল মেমোরিআমার জন্য | আরেকদিন, ক্যাম্পাসের সবুজ মাঠে, ঘাসের উপর খালি পায়ে হাঁটার সময় হঠাৎ বৃষ্টি নেমে যায় | উপরে বৃষ্টি,  নিচে ঠান্ডা, নরম-কোমল ঘাস; আর আমি সেই জায়গা দিয়ে হাঁটছিওই মুহূর্তটা বৃষ্টি নিয়ে আমার বেস্ট মেমোরি |


তবে সব কিছুরই যেমন নেতিবাচক দিক আছে, বৃষ্টিরও আছে অনেক | দরিদ্র বা নিচু এলাকায় বসবাসকারীদের জন্য এই বৃষ্টিই হয়ে দাঁড়ায় এক অভিশাপ’-এর নাম | আমরা যারা উঁচু দালানে থাকি, আমাদের কাছে বৃষ্টি সুখময়/আনন্দময় হলেও বন্যা কবলিত মানুষদের জন্য দুর্বিষহ সময় কাটাতে হয় | তারপরও, বৃষ্টি হচ্ছে এমন এক প্রাকৃতিক অপরূপা যাকে ছোট থেকে বৃদ্ধ সবাই পছন্দ করে | আমরা সত্যিই খুব ভাগ্যবান যে সউদিদের মতো কোনো প্রকার দোআ করা ছাড়াই এই আশীর্বাদটি পাই |


ক্যাটেগরিঃ জীবনধারা, কৃষি ও প্রকৃতি,


সুমাইয়া নওশিন

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ইউল্যাব