সুমাইয়া নওশিন
বাবা - একটি শব্দ, দুটি অক্ষর; কিন্তু এর অর্থ অনেক | শব্দটি পার্সিয়ান-আরবি হলেও আমরা বাংলাদেশিরা অনেকেই এটি ব্যবহার করে থাকি | ব্যক্তিগতভাবে, শব্দটি আমার খুব ভালো লাগে; এই শব্দে এক অন্যরকম মায়া, অনুভূতি পাই যা আব্বু বা পাপা-র মতো শব্দগুলোর মধ্যে পাই না | সউদি আরবে থাকাকালীন যখন ছোট ছোট আরব বাচ্চাদের মুখে বাবা ডাক শুনতাম, তখন মনের মধ্যে অজান্তেই একটা ভালোলাগা কাজ করতো | আমার কাছে বাবা অর্থ নিরাপত্তা | একেক জনের কাছে বাবা শব্দের অর্থ যেমন ভিন্ন, ঠিক তেমনি বাবার সাথে সম্পর্কও ভিন্ন | আমার মায়ের মতে আমি আর বাবা হলাম কার্টুন টম অ্যান্ড জেরি -র মতো; সারাদিন খুনসুটি লেগে থাকে কিন্তু একে অপরকে ছাড়া থাকতে পারে না | বাংলায় একটি কথা আছে - যার সাথে ঝগড়া হয় বেশি, তার সাথে মহব্বতও বেশি | আমার আর বাবার মধ্যে অল্পতেই লেগে গেলেও, মনের গভীরে ঠিকই ভালোবাসা আছে একে অপরের জন্য |
মা-বাবার একমাত্র সন্তান হিসেবে আমি বরাবরই একটু বেশিই আদর পাই; আবার বেশি বকাও হজম করতে হয় | আমার বাবা চান আমি যেন সারাদিন কোনো গঠনমূলক কাজে থাকি, পড়াশোনায় মগ্ন থাকি, আমার একাডেমিক পড়ালেখার পাশাপাশি অন্যান্য সব কিছুতেই পারদর্শী হই | কিন্তু যখন আমি বাবার এইসব ইচ্ছা-আকাঙ্খা পূরণ করতে পারি না, তখনই শুনতে হয় ‘লেকচার’| সত্যি বলতে, বাবার ইচ্ছাগুলো আমি বুঝি ও সম্মান করি, কিন্তু সবসময় সব কিছু যে পূর্ণ করা যায় না , তা বাবা বুঝতে চান না | বাবা যখন যেটা বলবেন, তখনি সেটা করতে হবে | এটাও যদি পূরণ করতে ব্যর্থ হই, উনি সহ্য করতে পারেন না | বাবার এইসব ছোট খাটো বিষয় আমাকে প্রচন্ড রাগিয়ে দেয়; সব সময় মুখ ফুটে বলি না বা বলতে পারি না | কারণ আমি জানি, কোনো মানুষই নিখুঁত না, সবার মধ্যেই কিছু না কিছু খুঁত থাকবেই; আর এইজন্যই বাবার ওপর রাগ হলেও আমি আমার বাবাকে শ্রদ্ধা, কেয়ার ও সম্মান করি, ভালোবাসি | আমার প্রতিও তার ভালোবাসা যে অসীম, সেটাও জানি |
আমি সাধারণত বাবার কাছে কিছু আবদার করি না, তারপরেও বাবা বিদেশে বা মার্কেটে কোথাও গেলে আমার জন্য সামর্থ অনুযায়ী অনেক কিছু কিনে আনেন | আর যদি আমি একটা কিছু আবদার করি, সেই জিনিসটি যেখান থেকে হোক আর যত দামি হোক, নিয়ে আসবেন; একটার বদলে দু'টা নিয়ে আসবেন | বাসায় আমার তেমন একটা কাজ করা হয় না টুকিটাকি কাজ ছাড়া, কিন্তু বাবা অফিস থেকে আসলে কীভাবে কীভাবে যেন আমি খুব কাজের হয়ে যাই; রান্না করে হলেও নাস্তা দিই, চা বানিয়ে দিই | এখন কোভিড-এর কারণে বাবা বাসায় আসার সাথে সাথেই আমি তদারকি করতে থাকি যেন বাবা সঠিকভাবে নিজের জিনিস গুলো নিজে পরিষ্কার করে তারপর নিজে ভালো মতো পরিষ্কার-পরিচ্ছন্ন হন | যদিও আমার বাবা এমনিতেই যথেষ্ট সতর্ক ও সচেতন, তারপরেও বাবার প্রতি আমার এক দায়িত্ব ও ভালোবাসা থেকে এতসব কেয়ার নেয়া | এভাবেই আমাদের বাবা-মেয়ের একটি সুন্দর, মধুর সম্পর্ক রয়েছে|
বাবাকে কখনো বলা হয় না বা বলি নি যে ‘আমি তোমাকে ভালোবাসি, বাবা’ | আমি আমার মায়ের সাথে যতটা কথা বলি বা গল্প করি, তার অর্ধেকও বাবার সাথে হয় না | আমার বাবাও আমাকে কখনো মুখে বলেন না আমাকে ভালোবাসার কথা | কিন্তু, আমি বিশ্বাস করি যে কর্মেই মানুষের পরিচয় | এই বিষয়ে ইংরেজি তে একটি কথা আছে – Action speaks louder than words | ছোট ছোট কাজই এক সময় বড় বড় স্মৃতি হয়ে দাঁড়ায় | আজ এই লেখার মাধ্যমে আমি আমার বাবাকে আমার ভালোবাসার কথা জানাতে চাই ও আমার প্রতি বাবার যেই সুপ্ত ভালোবাসা আছে, তা মূল্যায়ন করতে চাই |
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ইউল্যাব
ড. বিজন কুমার শীল বিস্তারিত
বিপরীত স্রোত প্রতিবেদন বিস্তারিত
ডা. আহমদ মরতুজা চৌধুরী বিস্তারিত
যারিন মালিয়াত অদ্রিতা বিস্তারিত
মোহাম্মদ মাহমুদুজ্জামান বিস্তারিত
মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট (M.. বিস্তারিত
মুস্তাকিম আহমেদ বিস্তারিত
সাংবাদিক শফিক রেহমানের পুরো বক.. বিস্তারিত
উৎপাদিত মাছের প্রায় ১২ শতাংশ আ.. বিস্তারিত