English
ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

প্রকাশঃ ২০২০-০৬-২৯ ১২:৪০:৫৮
আপডেটঃ ২০২৫-০৫-০৯ ২১:২২:৫৩


বাবা তোমায় ভালোবাসি

বাবা তোমায় ভালোবাসি

সুমাইয়া নওশিন

বাবা - একটি শব্দ, দুটি অক্ষর; কিন্তু এর অর্থ অনেক | শব্দটি পার্সিয়ান-আরবি হলেও আমরা বাংলাদেশিরা অনেকেই এটি ব্যবহার করে থাকি | ব্যক্তিগতভাবে, শব্দটি আমার খুব ভালো লাগে; এই শব্দে এক অন্যরকম মায়া, অনুভূতি পাই যা আব্বু বা পাপা- মতো শব্দগুলোর মধ্যে পাই না | সউদি আরবে থাকাকালীন যখন ছোট ছোট  আরব বাচ্চাদের মুখে বাবা ডাক শুনতাম, তখন মনের মধ্যে অজান্তেই একটা ভালোলাগা কাজ করতো | আমার কাছে বাবা অর্থ নিরাপত্তা | একেক জনের কাছে বাবা শব্দের অর্থ যেমন ভিন্ন, ঠিক তেমনি বাবার সাথে সম্পর্কও ভিন্ন | আমার মায়ের মতে আমি আর বাবা হলাম কার্টুন টম অ্যান্ড জেরি - মতো; সারাদিন খুনসুটি লেগে থাকে কিন্তু একে অপরকে ছাড়া থাকতে পারে না | বাংলায় একটি কথা আছে - যার সাথে ঝগড়া হয় বেশি, তার সাথে মহব্বতও বেশি | আমার আর বাবার মধ্যে অল্পতেই লেগে গেলেও, মনের গভীরে ঠিকই ভালোবাসা আছে একে অপরের জন্য |

মা-বাবার একমাত্র সন্তান হিসেবে আমি বরাবরই একটু বেশিই আদর পাই; আবার বেশি বকাও হজম করতে হয় | আমার বাবা চান আমি যেন সারাদিন কোনো গঠনমূলক কাজে থাকি, পড়াশোনায় মগ্ন থাকি, আমার একাডেমিক পড়ালেখার পাশাপাশি অন্যান্য সব কিছুতেই পারদর্শী হই | কিন্তু যখন আমি বাবার এইসব ইচ্ছা-আকাঙ্খা পূরণ করতে পারি না, তখনই শুনতে হয় ‘লেকচার’| সত্যি বলতে, বাবার ইচ্ছাগুলো আমি বুঝি সম্মান করি, কিন্তু সবসময় সব কিছু যে পূর্ণ করা যায়  না , তা বাবা বুঝতে চান না | বাবা যখন যেটা বলবেন, তখনি সেটা করতে হবে | এটাও যদি পূরণ করতে ব্যর্থ হই, উনি সহ্য করতে পারেন না | বাবার এইসব ছোট খাটো বিষয় আমাকে প্রচন্ড রাগিয়ে দেয়; সব সময় মুখ ফুটে বলি না বা বলতে পারি না | কারণ আমি জানি, কোনো মানুষই নিখুঁত না, সবার মধ্যেই কিছু না কিছু খুঁত থাকবেইআর এইজন্যই বাবার ওপর রাগ হলেও আমি আমার বাবাকে শ্রদ্ধা, কেয়ার সম্মান করি, ভালোবাসি | আমার প্রতিও তার ভালোবাসা যে অসীম, সেটাও জানি |

আমি সাধারণত বাবার কাছে কিছু আবদার করি না, তারপরেও বাবা বিদেশে বা মার্কেটে  কোথাও গেলে আমার জন্য সামর্থ অনুযায়ী অনেক কিছু কিনে আনেন | আর যদি আমি একটা কিছু আবদার করি, সেই জিনিসটি যেখান থেকে হোক আর যত দামি হোক, নিয়ে আসবেন; একটার বদলে দু'টা নিয়ে আসবেন | বাসায় আমার তেমন একটা কাজ করা হয় না টুকিটাকি কাজ ছাড়া, কিন্তু বাবা অফিস থেকে আসলে কীভাবে কীভাবে যেন আমি খুব কাজের হয়ে যাই; রান্না করে হলেও নাস্তা দিই, চা বানিয়ে দিই | এখন কোভিড-এর কারণে বাবা বাসায় আসার সাথে সাথেই আমি তদারকি করতে থাকি যেন বাবা সঠিকভাবে নিজের জিনিস গুলো নিজে পরিষ্কার করে তারপর নিজে ভালো মতো পরিষ্কার-পরিচ্ছন্ন হন | যদিও  আমার বাবা এমনিতেই যথেষ্ট সতর্ক সচেতন, তারপরেও বাবার প্রতি আমার এক দায়িত্ব ভালোবাসা থেকে এতসব কেয়ার নেয়া | এভাবেই আমাদের বাবা-মেয়ের একটি সুন্দর, মধুর সম্পর্ক রয়েছে|



বাবাকে কখনো বলা হয় না বা বলি নি যে ‘আমি তোমাকে ভালোবাসি, বাবা’ | আমি আমার মায়ের সাথে যতটা কথা বলি বা গল্প করি, তার অর্ধেকও বাবার সাথে হয় না | আমার বাবাও আমাকে কখনো মুখে বলেন না আমাকে ভালোবাসার কথা | কিন্তু, আমি বিশ্বাস করি যে কর্মেই মানুষের পরিচয় | এই বিষয়ে ইংরেজি তে একটি কথা আছে – Action speaks louder than words | ছোট ছোট কাজই এক সময় বড় বড় স্মৃতি হয়ে দাঁড়ায় | আজ এই লেখার মাধ্যমে আমি আমার বাবাকে আমার ভালোবাসার কথা জানাতে চাই আমার প্রতি বাবার যেই সুপ্ত  ভালোবাসা আছে, তা মূল্যায়ন করতে চাই |

 




ক্যাটেগরিঃ জীবনধারা,


সুমাইয়া নওশিন

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ইউল্যাব



আরো পড়ুন