English
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশঃ ২০২১-০২-০৩ ০০:৫১:৫১
আপডেটঃ ২০২৪-০৪-১৬ ১৯:১৬:১৭


সুপার হিউম্যান ম্যাক ইউরীর নতুন উদ্যোগ

 সুপার হিউম্যান ম্যাক ইউরীর নতুন উদ্যোগ


ডিসকোভারি চ্যানেলেরসুপার হিউম্যানখ্যাত বুত্থান মার্শাল আর্টের প্রতিষ্ঠাতা গ্র্যান্ডমার্শাল . ম্যাক ইউরী দেশে বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন ম্যাক ইউরীর পরিচালনায় ব্যুত্থান মার্শাল আর্ট বিশ্বের বিভিন্ন দেশে কমব্যাট স্পোর্টস হিসেবে অনুশীলন করা হয় ২০১৩ সালে বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের একটি জাতীয় ক্রীড়া হিসেবে ব্যুত্থান অনুমোদন লাভ করে 

ম্যাক ইউরী এখন ব্যস্ত আছেন প্রত্যন্ত অঞ্চলে তার এই শিক্ষাকে ছড়িয়ে দিতে সাবেক সামরিক কর্মকর্তা স্ত্রীকে নিয়ে তিনি এখন পঞ্চগড় এলাকার বিভিন্ন গ্রামে বুত্থানের শিক্ষা তুলে ধরছেন এর ফলে তারা শারীরিক মানসিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে সেখানে তারা গড়ে তুলেছেন সত্যপণ বিদ্যাপীঠ সত্যপণ বিওন্ড লাইফ ফাউন্ডেশন এর উদ্যোক্তা।


এদের মধ্যে এক অনন্য উদাহরণ বাকহীন শিশু রাফিউল তাকে ব্যুত্থান মার্শাল আর্টে শিক্ষিত করে তুলছেন ম্যাক ইউরী বিষয়ে ম্যাক ইউরী জানান, ‘বাকহীন স্পেশাল চাইল্ড রাফিউল সে অতি মনোযোগ দিয়ে ব্যুত্থান মার্শাল আর্ট শেখে পঞ্চগড়ের এক অজপাড়া গাঁয়ে আমার ছবি নিয়ে জানালার পাশে প্রায়ই আসে, অঙ্গভঙ্গির মাধ্যমে আমাকে তার প্রশিক্ষণ ঠিক আছে নাকি জানতে চায়, চোখে মুখে অসীম স্বপ্ন জানালার ফাঁক গলে নিজ হাতে ওর মুষ্টি গঠনটা ঠিক করতে করতে ওর ভালোবাসাটা অনুভূত হতে থাকে আমার শিরায় শিরায় নিজের চোখের জল ধরে রাখাটা কঠিন ছিল এমনি ভাবে যেন ঠিক করে যেতে পারি লক্ষ কোটি মানুষের হাতের মুষ্টি


ম্যাক ইউরী তার স্বপ্নের একাডেমি সত্যপণ শিক্ষাশ্রম গড়ে তুলতে চাচ্ছেন এই পঞ্চগড়ে তিনি চান এই একাডেমিকে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে চায়নার শাওলিন টেম্পল-এর মাধ্যমে অনুপ্রাণিত ম্যাক ইউরীর স্বপ্ন এখানেও একটি আদর্শ প্রতিষ্ঠান গড়ে তোলা


ক্যাটেগরিঃ জীবনধারা,